“নিজ অর্থায়নে গ্রামের রাস্তা সংস্কার করেন সমাজসেবক মোঃআবুল বাশার”
মোহাম্মদ আনোয়ার হোসেন
৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১নং বাগমারা উত্তর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের মনোহরপুর থেকে নাওড়া সংযোগ সড়ক সংস্কার করেন বিশিষ্ট সমাজসেবক রিপন ষ্টীল এন্ড ফার্নিচার এর সত্বাধিকারী বাগমারা উত্তর ইউনিয়নের আওয়ামীলীগ এর ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃআবুল বাশার।
মনোহরপুর নাওড়া সংযোগ সড়কের পুকুরের সাথে রাস্তাটি বৃষ্টির কারনে নষ্ট হয়ে যাওয়ার ফলে,আজ অনেক দিন যাবৎ বৃষ্টি হলে জনসাধারণের চলাচলে অসুবিধা হওয়ায়,জনগনের দূর্ভোগ যাতে না হয় সে চিন্তা করে, নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার উদ্যোগ নেন সমাজসেবক আবুল বাশার।
রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কালাম,মোঃতারেকুলইসলাম,
মোঃনুরহোসেন,মোঃসোলায়মান,মোঃবাচ্চু মিয়া,মোঃসাইফুল ইসলাম প্রমুখ।
রাস্তা সংস্কারের সময় বিশিষ্ট সমাজসেবক ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার বলেন আজ অনেকদিন যাবৎ মনোহরপুর নাওড়া সংযোগ সড়কটি অবহেলিত।আমি সহ গ্রামবাসির একটি চাওয়া স্থানীয় চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান,উপজেলা প্রশাসন এর সহযোগিতায় রাস্তার পাশে যে পুকুরটি আছে তাহার মধ্যে একটি ঘাটওয়াল নির্মাণ করে রাস্তাটি সংস্কার করলে জনসাধারণের চলাচলে অনেক সুবিধা হবে।
Leave a Reply