আজ মরহুম তাজুল ইসলাম এমএ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
—————————————
আজ ২ অক্টোবর ২০২৪ ইং কুমিল্লার লালমাই উপজেলার অন্যতম ব্যক্তিত্ব,এতদঅঞ্চলের আধুনিক শিক্ষার অন্যতম পুরোধা জনাব তাজুল ইসলাম ( বিএ অনার্স,এমএ)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।উপজেলার বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের একটি স্বনামধন্য পরিবারে জন্ম নেয়া অত্যন্ত মেধাবী এই ব্যক্তিত্ব শিক্ষা ও সমাজ উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয় সহ এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা প্রসার,সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা ও সমাজের সর্বস্তরের মানুষদের আত্ন-সামাজিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে গেছেন। স্পষ্টভাষী ও ন্যায়পরায়ন এই ব্যক্তিত্ব আজীবন কোন অন্যায় ও সামাজিক অবিচারের সঙ্গে আপোষ করেননি। ২০১৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্ত্রী জনাবা মমতাজ বেগম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা, পুত্র বিশিষ্ট চাটার্ড একাউন্টেন্ট ড.মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, কন্যা বাংলাভিশন টিভির সিনিয়র প্রযোজক ড. তাহমিনা মুক্তা।এই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে এলাকাবাসী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরন করছে।
Leave a Reply