লালমাইয়ে বাগমারা উঃ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন নেতাকর্মীদের অংশগ্রহনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) ৩ টায় বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে বাগমারা উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের গুরুত্ব দিয়ে বলতেন কৃষক বাচঁলে, দেশ বাঁচবে।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় কৃষক বান্ধব প্রকল্প বাস্তবায়নের কৌশল উল্লেখ করেছেন। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে কৃষকদের সমস্যা সবার আগে সমাধান করা হবে।
কুমিল্লা দঃ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর সর্দার এর সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হাজী সেলিম, যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ ফারুক, যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ মজুমদার, সদস্য তোফায়েল মজুমদার।
কৃষক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আসলাম মজুমদার, সদস্য সচিব মোঃ মোসলেহ উদ্দিন, বাগমারা দঃ ইউনিয়ন বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মোঃ আবদুল খালেক,সদস্য সচিব মোহাম্মদ আলী, বাগমারা উত্তর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ প্রমূখ।
কৃষক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ বিশেষ (ঘোষণা পত্র) পাঠ করেন জেলা কৃষকদলের সদস্য মোঃ হুমায়ূন কবির মজুমদার।
Leave a Reply