লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ২০জানুয়ারী (সোমবার) ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীদের অংশগ্রহনে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক কমিটির আহবায়ক মোঃ আবদুল্লাহ আল নোমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহ আলম,মোঃ ওবায়েদুল হান্নান, মোঃ শাহ আলম।
Leave a Reply