1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
January 2, 2025, 2:47 am
সর্বশেষ খবর
লালমাই প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন লালমাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত (সভাপতি- মাওঃ মুঃ মহি উদ্দিন,সেক্রেটারী মুঃ সাইফুল ইসলাম লালমাইয়ে আল ইসরা মাদরাসা বালক-বালিকা শাখার বার্ষিক ফলাফল প্রকাশ ও ভর্তি উৎসব লালমাইয়ে পেরুল (দঃ) ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত দারুল হিকমা ইসলামিক একাডেমির ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরপুর তালিমুল কোরআন মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূশ্চি বাজার দারুল উলুম মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

লালমাইয়ে মনোহরপুরে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ইউএনও-দৈনিক লালমাই

  • Update Time : Monday, March 21, 2022
  • 314 Time View


মোহাম্মদ আনোয়ার হোসেন

 লালমাই উপজেলার ১নং বাগমারা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের মনোহরপুর সওদাগর বাড়ির বড় চেঙ্গাহাটা মৌজাস্থিত  ১নং খাশ খতিয়ান ভুক্ত ৮৩৩ নং দাগের রাস্তা শ্রেনীর০.১.৪৬০০একর ভূমির অন্দরে ২০’×৪’বর্গফুট ভূমিতে একচালা টিনের দোকানঘর নির্মাণপূর্বক অবৈধভাবে ভোগ দখল করেছেন;যার ফলে জনগনের চলাচলে বিঘ্ন কারি অবৈধ স্থাপনাটি  অপসারণ  নোটিশ জারি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তার।


মনোহরপুর সওদাগর বাড়ির, বাগমারা ২০শয‍্যা হাসপাতাল ও চেঙ্গাহাটা পূর্বপাড়ার একাংশের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনেজ ব‍্যবস্থা গত প্রায় একযুগ ধরে খাশ খতিয়ান ভুক্ত জায়গা অবৈধ ভাবে দখল করে ড্রেনের উপর দোকান নির্মাণ করে নিজেই ব‍্যবসা পরিচালনা করে আসতেছেন।


সওদাগর বাড়ি সহ আশপাশের স্থানীয় একহাজার বাসিন্দাদের বর্ষা মৌসুমে চরম দূর্ভোগের অসহায় অবস্থায় আছেন। ১নং বাগমারা উত্তর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দারা অবৈধ স্থাপনা অপসারণ করে পূনরায় ড্রেনেজ ব‍্যবস্থা নির্মাণের জন‍্য ৪৬জন স্বাক্ষরিত আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বরাবর।


এমতাবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দদের আন্তরিক প্রচেষ্টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাছরীন আক্তার এর স্বাক্ষরিত নোটিশে অবৈধ স্থাপনাটি অপসারণ কাজ চলিতেছে।


এব‍্যাপারে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা সওদাগর বলেন দীর্ঘ চল্লিশ বছরের পানি নিষ্কাশনের একমাত্র ব‍্যবস্থা ড্রেনটির অবৈধ স্থাপনাটি উচ্ছেদ কার্যক্রমের নোটিশ  জারি করায় উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা কমিশনার (ভূমি),সামাজিক নেতৃবৃন্দদের কে কৃতজ্ঞ চিত্তে ধন‍্যবাদ জানান।


দীর্ঘদিনের জনদূর্ভোগের সমস‍্যাটি সমাধান করায় আরো ধন‍্যবাদ জানান মোঃআবদুল বারিক সর্দার,মোঃআবদুর রব সর্দার,মোঃমোস্তাক মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি,আপুনী বিবি,মোঃসোহাগ মিয়া,মোঃমোকশেদ আলী,মোঃমুনছুর মিয়া,মোঃহোছন আলী,মোঃসাহজাহান মিয়া,মোঃবাদশা মিয়া,রাসেল মিয়া প্রমুখ।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501