লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা বাজারে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি’র সম্মানিত পিতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক,গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম।
এসময়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।এবং ২০২৪সালে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৪জন এবং সাধারন গ্রেডে ১১জন মোট ১৫জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply