
লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,২৯ ডিসেম্বর, ২০২৫, বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণ,বাগমারা বাজারের যানজট নিরসনে করনীয়, আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধে করনীয়, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধ,জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।
উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্রম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।
উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই থানা তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মোঃ সাইফুল ইসলাম , লাকসাম ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি সার্জেন্ট তারিকুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয় ,উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি আরজুমান বেগম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ আবদুল মমিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ বাগমারা শাখার ডিজিএম মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদী,উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আবদুর রহমান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার (অতিরিক্ত) মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম এ হাশেম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন (জাইকা) অফিসার মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা বন ও পরিবেশ অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম,,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম,
বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন ,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া ,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত,লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিএ মো: ফারুক আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।