1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
December 26, 2024, 8:39 pm

হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠনের উদ‍্যোগে ঘরোয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত-দৈনিক লালমাই

  • Update Time : Friday, October 14, 2022
  • 346 Time View

হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠনের উদ‍্যোগে ঘরোয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত”

ফয়সাল একাদশ ৩ -মেহেদী একাদশ ১

লালমাই প্রতিনিধি
১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় “রহমত আলী মিয়াজী উচ্চ বিদ‍্যালয়” মাঠে হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠনের উদ‍্যোগে ঘরোয়া প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট (মেহেদী একাদশ বনাম ফয়সাল একাদশ) এর ফাইনাল  খেলা অনুষ্ঠিত।
উক্ত ফাইনাল খেলায় বিশিষ্ট সমাজসেবক মোঃনুরুল ইসলাম নুরু ডিলার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মোঃলোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃকামাল হোসেন,কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,লালমাই প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সমাজসেবক মোঃআনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন বাগমারা দঃ ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃশাহজাহান,হদগড়া গ্রামের সমাজসেবক মোঃখোরশেদ আলম খোকন,মাস্টার আলমগীর হোসেন,মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
ফয়সাল একাদশ৩-১গোলে মেহেদী একাদশ কে পরাজিত করে চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।খেলার ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন মোঃ নাজমুল হাসান।
উক্ত ফাইনাল সঞ্চালনা করেন  হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান।

প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501