” আমার আমি “
(ডাঃমোঃ জয়নাল আবেদীন জয়)
আমার আমিকে ভালোবাসি অবিরাম
জন্মেছি যেথায় লক্ষ-কোটি ভ্রণ ছাড়িয়া
ভুবন ভুলানো হাসিতে মাতোয়ারা স্বজন
কর্মই ধর্ম নিয়তি জেনেছি ত্রিভূবনে
আত্মার প্রশান্তির কল্যাণে নিবেদিত
পরোপকারে ধ্যানে মগ্ন মনুষ্যত্ব বিকাশে
নিন্দুকের বুলি আউড়ানো পরোয়া বিহীন
উর্ধ্ব শির জগৎ সংসারের সবুজ চত্বরে
ঘাত-প্রতিঘাত হৈমবতী উদার চিত্তে
তব কেহ নয় ধোঁয়া তুলসীপাতা
জ্ঞান মানবতার দরদী-সহমর্মি স্বভাব
ক্ষণিক বিচ্যুতি ঠেকাতে হিমালয় অটল
নীতিজ্ঞ শুভ্র পায়রা উড়িয়ে
সহস্র শৃংখল বিগড়ে লক্ষ্য অটুটে
কেহ নয় সঙ্গী শত মঙ্গল কামনায়
নিজস্ব সাহসীকতায় শৃঙ্গ-সমুদ্র
মাড়িয়ে চলতে রবীময় সবুজের বেষ্টনী।
(লেখার সময়কালঃ-১২ঃ১৬ দুপুর,১০-০৯-২০২১ইং)
Leave a Reply