আজকের তারিখ : জানুয়ারী ৫, ২০২৫, ১১:৩২ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২৩, ৫:৩০ এ.এম
উত্তর দৌলতপুর হদগড়া আল কারীম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার বই বিতরন-দৈনিক লালমাই
- উত্তর দৌলতপুর হদগড়া আল কারীম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার বই বিতরন-দৈনিক লালমাই
৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০ঘটিকায় উত্তর দৌলতপুর হদগড়া আল কারীম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে বই বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠিত হয়।
উক্ত বই বিতরন অনুষ্ঠানে মোঃনুরুল ইসলাম ডিলার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হদগড়া গ্রামের সর্দার মোঃসুলতান আহমেদ,হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃআমান উল্লাহ।
আরো উপস্থিত ছিলেন মোঃ আবদল মবিন, মোঃ আবদুর রহিম,মোঃ খোরশেদ আলম,মোঃ খোকন মিয়া প্রমূখ।
বই বিতরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরন অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আলমগীর হোসেন।
মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়ে সার্বিক সহযোগিতায় করেন Erasmus Mundus Association Bangladesh.
এবং হদগড়া গ্রাম উন্নয়ন সংগঠন।
Copyright © 2025 দৈনিক লালমাই. All rights reserved.