ঐতিহ্যবাহী রোটার্যক্ট ক্লাব অব কুমিল্লার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী “মুন-২০২২”অনুষ্ঠিত-দৈনিক লালমাই
নিজস্ব সংবাদদাতাঃ-
২৭ই জুন সোমবার সন্ধ্যা ৭ টায় কুমিল্লা শহরের বাগিচাগাঁস্থ আজিজুল হক রোটারী ভবন অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব কুমিল্লার স্পন্সরকৃত রোটার্যক্ট ক্লাব অব কুমিল্লার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী “মুন -২০২২” অনুষ্ঠিত হয়।
৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন-২০২২ অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি রোঃ নইম মোঃ মহিউদ্দিন নায়েল এর সভাপতিত্বে সভার শুভ সুচনা করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান মুন-২০২২ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর প্রাক্তন গভর্ণর রোটাঃ দিলনাশে মোহসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যক্ট আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর ডিআরআর ইলেক্ট রোঃ মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লার সদস্য রোটাঃ এডঃ রফিকুল ইসলাম হীরা,এক্স ডিস্ট্রিক্ট সেক্রেটারী,রোটার্যক্ট ক্লাব অব কুমিল্লা সাবেক সভাপতি রোটাঃ ডাঃজয়নাল আবেদীন জয়।
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লার সভাপতি রোঃ গাজী মো বদরুজ্জামান (জন) এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রোটার্যক্ট ক্লাব অব কুমিল্লা নিউসিটির সাবেক সভাপতি রোঃ মোঃ ইলিয়াস মোল্লা,বিট্রানিয়ার ইউনিভার্সিটির সাবেক সভাপতি রোঃ মোঃ আবদুর রহমান অনিক,সানরাইজের সভাপতি রোঃ ফাহিম রহমান,ইন্টার্যাক্ট ক্লাব কুমিল্লা লালমাইর সভাপতি ইন্টাঃ মোঃ নাফিউল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লার সহ-সভাপতি রোঃ অনির্বান পাল,সহ-সভাপতি মোঃ রাসেল, সচিব রোঃ মোঃ মাইনুদ্দীন সহ ক্লাবের সকল সদস্যগন।
১৯৭৬ সালের ২৭শে জুন প্রতিষ্ঠিত রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা প্রতিষ্ঠা কাল হিসেবে বাংলাদেশের দ্বিতীয় রোটার্যাক্ট ক্লাব ।ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী মুন-২০২২ এ আগত সকল সম্মানিত অতিথিগন ক্লাবের ৪৬ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য,সেবা মূলক সামাজিক কর্মকান্ড তুলে ধরেন এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
Leave a Reply