মোঃ রুহুল আমিনঃ
কঠোর বিধি নিষেধের লকডাউন কার্যকরে কুমিল্লা জেলার লালমাই উপজেলা প্রশাসন। কঠোর বিধি নিষেধের লকডাউন কার্যকর করতে ১জুলাই সকাল থেকে বাগমারা বাজারসহ লালমাই উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অজিত দেব। এসময় লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ¦ মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, লালমাই থানার উপ-পরিদর্শক প্রদ্যুৎসহ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।