কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে মিডিয়া ফোরামের কম্বল বিতরণ
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর সহযোগিতায় কুমিল্লা নগরীতে পত্রিকা বিতরণ করেন এমন শতাধিক হকারদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কুমিল্লা নগরীর সমবায় মার্কেটে মিডিয়া ফোরামের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা এম সাদেক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, মাসুদ মজুমদার, দপ্তর সম্পাদক নেকবর হোসেন, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম।
কুমিল্লা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, তীব্র শীতের কারনে নিন্ম আয়ের মানুষজন কষ্ট পাচ্ছে। অসহায় মানুষদের কথা চিন্তা করে কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। এই কম্বল বিতরণে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মিডিয়া ফোরামের এই কার্যক্রম অব্যাহত থাকবে।