গাজী মামুন,
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ড হাজীপুর গ্রামের কৃতি সন্তান সুদূর সৌদি আরব প্রবাসী ও ৯নং বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন ভাগ্যের পরিবর্তন ঘটাতে ২০১৬ সালে পাড়ি জমান সৌদি আরবের দাম্মাম শহরে। বর্তমানে আরবের একজন সফল ব্যবসায়ী তিনি।
১৯৯৩ সালে বাকই উত্তর ইউনিয়নের এক অজপাড়া গাঁয়ে জন্ম নেয়া ফরহাদ হোসাইনের ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। মাদ্রাসা বোর্ড থেকে ২০১১ সালে দাখিল, ২০১৩ সালে আলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স শেষ করা তরুণ এই দানবীর ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে এদেশের পিছিয়ে পড়া অবহেলিত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। স্বপ্ন ই যেন তাঁকে পৌঁছে দিল কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের পথে। প্রবাস জীবনে হালাল ব্যবসায় আত্মনিয়োগ করে মাত্র ২৮ বছর বয়সেই কোটিপতি বনে যান তরুণ এই দানবীর।
সময়ের ব্যাপক জনপ্রিয় সমাজসেবক ও দানবীর ফরহাদ হোসাইন প্রতিবছরের ন্যায় গত রমজানেও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩৫০ জন ও সম্প্রতি ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৩৭০ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
দানশীলতার অনুভূতি জানতে চাইলে ফরহাদ হোসাইন বলেন, "ছাত্র অবস্থায় থাকাকালেই সমাজের পিছিয়ে পড়া গরীব-অসহায় মানুষের উপকার করতে পারলে আমার তৃপ্তি লাগতো। এখনো তাদের নিয়েই ভাবি। তাঁরা হাসলে আমার প্রাণ সতেজ হয়। সমাজের এই অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে ''মাওলানা আবদুল হাকিম হাজীপুর দরিদ্র ফান্ড" নামে একটা সেবামূলক সংগঠনের জন্য এক কোটিরও অধিক টাকা ডোনেশন করার ইচ্ছা রয়েছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তা বাস্তবে রূপ নিবে। ভবিষ্যতে এ ফাউন্ডেশনের মাধ্যমেই আমার দান-অনুদান অব্যাহত থাকবে।"