মোস্তফা কামাল মজুমদার
ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তার বিয়ে হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মিফতাহুল ইসলামের সাথে। তাদের ঘর আলোকিত করে এসেছে একটি ছেলে সন্তান। যে সন্তানের বয়স মাত্র দেরমাস।
আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি। বৃহস্পতিবার (১৯ আগস্ট ) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার বাবুল সাংবাদিকদের কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন বুধবার রাত ৮ টার দিকে মুমূর্সু অবস্হায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা অবনতি হলে তাকে আইসিইউ তে স্হানান্তরিত করা হয়।
বৃহস্পতিবার সকাল ৭ টা ২৫ মিনিটে মারা যান তিনি। আকলিমার স্বামী মিফতাহুল ইসলাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দেশে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রতিদিনই গণমাধ্যমে আসছে। গত ২৪ ঘন্টায় ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।