দারুল হিকমা ইসলামিক একাডেমির ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসন
লালমাই উপজেলার বাগমারা কানিয়াপুকুর পাড় সওদাগর বাড়ি সংলগ্নে অবস্থিত দারুল হিকমা ইসলামিক একাডেমি'র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান ২১ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ মাদরাসার হলরুমে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা মুফতী আবু নাইম শাকেরীর সভাপতিত্বে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব ইসলাম শরিফ, সহ সভাপতি মোঃ হুমায়ূন কবির। এসময়ে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, মোঃ জয়নাল আবেদীন, মারুফ সিরাজী।
এবছরে মাদ্রাসায় ৬জন ছাত্র হিফয সম্পন্ন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়।