দুতিয়াপুর দারুল উলূম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন দুতিয়াপুর গ্রামে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দুতিয়াপুর দারুল উলূম নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন মসজিদে শিক্ষক,অভিভাবক,ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ক্বওমী মাদ্রাসা সংগঠনের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন দাপাড় হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নজির আহমেদ এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত উপজেলা উপজেলা ক্বওমী মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি ভূশ্চি বাজার দারুল উলূম মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুস সোবহান।
এছাড়াও পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন দুতিয়া ওয়ার্ড মেম্বার মোঃ আবদুল মোতালেব,দত্তপুর ওয়ার্ড মেম্বার মোঃ শাহ আলম,দুতিয়াপুর পশ্চিম পাড়া মসজিদের খতিব হাফেজ দেলোয়ার হোসেন,সমাজসেবক মোঃ মোহন মিয়া,মোঃ আবুল বাশার প্রমূখ।
এসময়ে মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।