নবীন ছোঁয়া ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন
ফজলে রাব্বি
"আত্মার মিল আত্মার সাথে, থাকবো মোরা অসহায় মানুষের পাশে"
এই স্লোগানকে বুকে ধারন করে শুরু হওয়া "নবীন ছোঁয়া ফাউন্ডেশন" গুটি গুটি পায়ে আজ ২বছর পূর্ণ করে ৩য় বছরে পদার্পণ করলো। নবীন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজন ছিলো ছোট পরিসরে। উক্ত আয়োজনে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডা: বাসুদেব স্যার, (উপদেষ্টা,নবীন ছোঁয়া ফাউন্ডেশন), সাথে আরো ছিলেন শ্রদ্ধেয় বড় ভাই নাঈম মজুমদার ও নাঈমুল হক ভাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক, নেয়ামত উল্লাহ উজ্জ্বল ও পরিচালক সদস্য, সাজিদুল ইসলাম রাফি এবং কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবীবৃন্দ।
আমাদের সামান্য আয়োজনসমূহের মূল আকর্ষণ ছিলো, সংগঠনের অফিসিয়াল টি-শার্ট উন্মোচন, বিতরণ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং রক্তদান কর্মসূচি।
তাছাড়াও অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, পরিচয় পর্ব, প্রধান অতিথিদের আলোচনা, এবং মতবিনিময় সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি উৎযাপন করি।
আমাদের এই ছোট আয়োজনে যারা শুরু থেকে শেষ পর্যন্ত মেধা, শ্রম ও আর্থিকভাবে সহায়তা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আশা করছি আগামীর পথচলায় আমরা আপনাদের পাশে পাবো সবসময়। আর এভাবেই এগিয়ে যাবে আমাদের "নবীন ছোঁয়া ফাউন্ডেশন " যুগের পর যুগ। ইনশাআল্লাহ। ❤️