“নেতা হিসেবে নয় খাদেম হয়ে এ জনপদের সেবা করতে চাই”
মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার (ছোট শরীফপুর )হাই স্কুল মাঠে সীরাতুন্নবী স.মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ৭অক্টোবর সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখার আমীর গোলাম সারওয়ার মজুমদার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর নুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দঃ জেলা আমীর এডভোকেট মু.শাহজাহান এবং প্রধান আলোচক হয়ে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য,সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আগামীর কুমিল্লা ১০এর কান্ডারী
মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন আমি আপনাদের নেতা হিসেবে নয় খাদেম হয়ে এ জনপদের সেবক হতে চাই এবং তিনি আরো বলেন যারা মহান আল্লাহর উপর ভরসা রেখে চলে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনা,আগামীতে এমন নেতা বাছাই করবেন যার ইনসাফ আছে।
Leave a Reply