স্টাপ রিপোর্টারঃ
সারাদেশ জুড়ে অপরাদ জগৎতের সাথে যুক্ত হয়ে ডাকাতি,খুন,চিন্তাই করা যার একমাত্র পেশা।
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভূলইন (দঃ) ইউনিয়ন আমুয়া গ্রামের মালেক মিয়ার ছেলে কাদের যাকে চিটাগাং শহরে কিংবা এলাকার অনেকেই পিচ্চি কাদের নামে চেনে।
২০১৯ সালের একটি ডাকাতি মামলা নং ২৭ ও জিআর ৭৬/১৯ মামলায়
গতকাল ৭ই জুলাই বিকালে লালমাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে কুমিল্লা কোর্ডে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্দে আরো অনেক মামলা রয়েছে।