রিয়াজ মোর্শেদ মাসুদঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে। গতকাল ৯জুলাই পেরুল দক্ষিণ ইউনিয়নে লকডাউনে ক্ষতিগ্রস্থ সিএনজি ও অটো রিক্সা চালক এবং হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান, লালমাই থানার এসআই মোঃ কামাল হোসেন, ইউপি সচিব মোঃ মাকসুদুর রহমান, ইউপি সদস্য সাহেব উল্লাহ, সাইদুল ইসলাম তিতু, মোঃ সফিকুর রহমান, মোঃ জাহাঙ্গির আলম মজুমদার, উম্মে সালমা জলি, কানিজ ফাতেমা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রেদুয়ানুল আকবর, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সহ-যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় ইউপি চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাহেব এর সার্বিক ব্যবস্থাপনায় আপনাদের উপহার সামগ্রী দেওয় হচ্ছে ও লকডাউন যতদিন থাকবে ততদিন আপনাদের সহযোগিতা করা হবে।