লালমাই প্রতিনিধি।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম ভেলুর সমর্থনে মতবিনিময় সভা করেছে এলাকাবাসী। রফিকুল ইসলাম ভেলু বৃহত্তর পেরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক ডিলারের ছেলে।
শনিবার দিনব্যাপী পেরুল গ্রামের নিজ বাড়িতে দুই দফায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে রফিকুল ইসলাম ভেলু মতবিনিময় করেন। সকাল ১০ টায় পেরুল গ্রামের সহস্রাধিক নারীদের অংশগ্রহণে প্রথম মতবিনিময় সভা এবং একই স্থানে বিকাল ৪ টায় সহস্র্রাধিক পুরুষের অংশগ্রহণে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক সভায় প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল বারী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম ভেলু। পেরুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরে আলম সুমন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন মন্তু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘ইতিপূর্বে পেরুল গ্রামের বাসিন্দারা বিশেষ করে নারীরা কখনো কোনো নির্বাচনের প্রার্থীকে সমর্থন জানাতে এভাবে স্বতঃস্ফূর্ত ভাবে সমবেত হয়নি। অধিকার বঞ্চিত নারীদের উপস্থিতি জানান দেয় যে, তারা রফিকুল ইসলাম ভেলুকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে রফিকুল ইসলাম ভেলুকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি সবিনয় আকুতি জানান বক্তারা।’
বক্তারা বলেন, ‘রফিকুল ইসলাম ভেলু স্বনামধন্য আওয়ামী পরিবারের কৃতি সন্তান। সৎ আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সরকারের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে আরো প্রসারিত করতে আগামী নির্বাচনে রফিকুল ইসলাম ভেলুকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা।’
স্থানীয় জনগণের সর্মথন পেয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম ভেলু বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। পিতার পদাঙ্ক অনুসরণ করে আমিও শৈশব-কৈশোর থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জনকল্যাণে নিজেকে নিবেদিত করার স্বপ্ন বুকে লালন করেছি। আমি সবসময় আমার সামর্থ্য মোতাবেক এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় রাজনৈতিক দল তথা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলে আমি এলাকার উন্নয়ন ও জনগণের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। আমার দৃঢ় বিশ্বাস, আমার অতীত-বর্তমান, পারিবারিক বৃত্তান্ত এবং জনমত বিবেচনা করে আমাদের প্রিয়নেতা, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মহোদয় আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় মন্ত্রী মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।’
Leave a Reply