প্রজাপতি সাঁতারে কুমিল্লা অঞ্চলে চ্যাম্পিয়ান হলেন লালমাইয়ের মাদরাসা ছাত্র মোঃ আবু সুফিয়ান।
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আবু সুফিয়ান 'মধ্যম বালক বিভাগে' প্রজাপতি সাঁতারে কুমিল্লা অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে জাতীয় পর্যায়ে প্রজাপতি সাঁতারে 'মধ্যম বালক' বিভাগে অংশগ্রহণ করবে। সে সকলের নিকট দোয়াপ্রার্থী।
আবু সুফিয়ান প্রজাপতি সাঁতারে কুমিল্লা অঞ্চলে চ্যাম্পিয়ান হওয়ায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা তাকে শুভেচ্ছা জানান এবং বিভাগে ভালো করার জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।