দৈনিক লালমাই আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে ৮৫ জন আরোহী ছিলেন। আজ রোববার দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা এ তথ্য জানিয়েছেন।
এএফপিকে জেনারেল সিরিলিতো বলেন, রোববার সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে সামরিক বাহিনীর সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এখন উদ্ধারকাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। এই দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এমনকি উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ সম্পর্কেও এখনো কিছু জানানো হয়নি।