বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব গাজী মো: আবু তাহের এর ৪র্থ মৃত্যুবার্ষিকী।
মো: শাহ জালাল
কুমিল্লা বরুড়া উপজেলার লতিফপুর গ্রামের সাদা মনের মানুষ বর্ষীয়ান রাজনীতিবিদ বরুড়া বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সভাপতি।মের্সাস আল মদিনা জুয়েলার্স ও মের্সাস গাজী তাহের জুয়েলার্সের এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব গাজী মো:আবু তাহের সাহেবের ৪র্থ মৃত্যু বার্ষিকী শুক্রবার (২২জুলাই)। ২০১৮ সালের ২১ জুলাই বরুড়াবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কীর্তিমান এই সমাজহিতৈষী।মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।মরহুমের পরিবার,তাঁর আত্মীয় স্বজন এবং দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষিরা একান্তভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
মরহুম আলহাজ্ব গাজী মো: আবু তাহের তাঁর কর্মময় জীবনে নিজের মেধা, সততা, দক্ষতা, পরিশ্রম আর ধৈর্যকে কাজে লাগিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন বরুড়া বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান মের্সাস আল মদিনা জুয়েলার্স ও গাজী তাহের জুয়েলার্স।যা আজো সগৌরবে সুনামের সাথে বরুড়া বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে।
জীবদ্দশায় তিনি সব সময় চেষ্টা করেছেন গরীব অসহায় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কিছু করার জন্য।
সৎ, কর্তব্যপরায়ণ এবং আদর্শ ও নিষ্ঠাবান এই সমাজহিতৈষী জনকল্যাণের মহান লক্ষ্য নিয়ে মানুষের সেবা করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরম আপনজন।
তিনি এলাকার যেকোন সমস্যা সমাধানের জন্য সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। ফলে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। হয়ে উঠেছেন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ।তিনি এলাকার যেকোন প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে থেকে সাহসী ভূমিকা পালন করে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন মানব কল্যাণে,যা ছিলো খুবই বিরল।
মরহুম আলহাজ্ব গাজী মো:আবু তাহের সাহেবের বড় ছেলে বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও আল মদিনা জুয়েলার্স এর কর্ণধার গাজী আবুল কালাম আজাদ তার মরহুম আব্বার জন্য দেশবাসীর কাছে দো’আ প্রার্থনা করেছেন।
Leave a Reply