বাগমারা উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ পালিত হয়।
মোস্তফা কামাল মজুমদার
আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনির আহম্মেদ স্যারের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ছাত্রদের মাঝে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আব্দুর রহমান আলিফ ৬ষ্ঠ শ্রেণি ক শাখা, গ্রাম: অশ্বতলা, দ্বিতীয় হয়েছে মোঃ মাহির রিজওয়ান মজুমদার ৬ষ্ঠ শ্রেণি ক শাখা গ্রাম: উত্তর দৌলতপুর, তৃতীয় হয়েছে আদ্রিত্ব বড়ুয়া সিংহ ৭ম কশাখা গ্রাম;পাইকপাড়া। রচনা প্রতিযোগিতার প্রথম দ্বিপ্ত সিংহ ৯ম ক শাখা গ্রাম: পাইকপাড়া, দ্বিতীয় কিবরিয়া রহমান আকিব গ্রাম: বরল ৭ম ক শাখা. তৃতীয় আব্দুর রহমান আলিফ ৬ষ্ঠ ক শাখা গ্রাম: অশ্বতলা।
আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য পর্যালোচনাকরেন।সর্বশেষ শহীদ বুদ্ধিজীবী দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠনটি সঞ্চালনা করেন – বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রেজাউর রহমান রাজিব।
Leave a Reply