বাগমারা উচ্চ বিদ্যালয় এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা
গাজী মামুন :
'বন্ধুত্বে আলো বন্ধুত্বে ভয়, বন্ধুত্বে শক্তি বন্ধুত্বেই জয়’ এই স্লোগানে কুমিল্লা লালমাই উপজেলাধীন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের বন্ধুত্বের বন্ধন স্মরণীয় করে রাখতে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) এসএসসি ৯২ ব্যাচের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ হানিফ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মাসুদুল ইসলামের উদ্যোগে সুমন আহমেদ হানিফ এর বাড়িতে বন্ধুদের ব্যতিক্রমী এ মিলন মেলার আয়োজন করা হয়।
১৯৯২ সালে এসএসসি পাশের পর কেটে গেছে ৩১ বছর। দীর্ঘ এই পথচলায় বন্ধুদের একেকজন চলে গেছেন একেক পেশায়। কেউ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ ব্যবসায়ী, কেউবা প্রবাসী।
দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের। অনেকেই এ-সময় স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পর প্রিয় বন্ধুদের পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।
বন্ধুদের কুশল বিনিময়, আড্ডা, পরিচিতি সভা ও স্মৃতিচারণ শেষে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় মিলন মেলা।