লালমাই প্রতিনিধিঃ
৪ঠা ডিসেম্বর শনিবার সকাল ৮ঃ৪৫ মিনিটে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাগমারা - বাঙ্গড্ডা সড়কের পাশে মোঃ মামুন(৩৫) এর মামুন স্টোর, মোঃ বাহারুল আলম(৩৫) এর বাহার স্টোর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসের সিলিন্ডারের মুখ খোলার সময় হঠাৎ সিলিন্ডারের গ্যাসে দোকান পরিপূর্ণ হয়ে যায়। পূর্ব থেকে আরেকটি গ্যাস সিলিন্ডারে চুলা জ্বলা অবস্থায় অগ্নিকান্ড মূহুর্তের মধ্যে ২টি দোকানে ছড়িয়ে পড়ে। পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুরত্ব ও রাস্তায় জ্যাম থাকায় ঘটনাস্থলে আসার পূর্বেই দোকান ২টি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়।
এসময় অগ্নিকান্ড অন্য দিকে ছড়ানোর পূর্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক এসে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সওদাগর।
ক্ষতিগ্রস্ত দোকান ২টি মধ্যে মোঃ বাহারুল আলম এর বাহার স্টোর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রের জানা যায়।
মোঃ মামুন এর মামুন স্টোর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রের জানা যায়।
মামুন স্টোর দোকানের ভিতরে থাকা মোঃ মামুন এর স্ত্রী মোসাঃ নিলুফা আক্তার(২৫) মারাত্মক ভাবে ঝলসে কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন বলেন,অনাকাঙ্ক্ষিত ভাবে মামুন স্টোর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুদি দোকান ২টি মামুন স্টোর ও বাহার স্টোর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়। এতে পরিবার ২টি আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও খিলপাড়া গ্রাম বাসীর সহযোগিতায় পরিবার ২টিকে পূর্ণবাসনের সর্বাত্মক সহযোগিতা করা হবে।