বাগমারা দারুত তাহযীব বালক মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বাগমারা সৈয়দপুর রাস্তার মাথায় অবস্থিত উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুত তাহযীব মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এর লক্ষে সম্পূর্ন নতুন আঙ্গিকে (বালক শাখার) নতুন একাডেমিক ভবন (মরহুম সুরুজ মিয়া প্লাজায়) উদ্বোধন।
১নভেম্বর (শুক্রবার) বাদ জুমআ মাদ্রাসার নতুন ভবনের হলরুমে ছাত্র,অভিভাবক,শিক্ষক,স্থানীয় নেতৃবৃন্দ ও গুনীজনদের অংশগ্রহণে দোয়া মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত একাডেমিক ভবন উদ্বোধনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহিউস সুন্নাহ উলামা পরিষদ এর সভাপতি দঃ কুমিল্লার বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মোস্তফা মাহমুদী সাহেব।