বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন রায়পুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফ এর জানাজা ২৪ আগস্ট ২০২৩ইং বৃহস্পতিবার দুপুর ২,৩০ টায় রায়পুর পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফ কে লালমাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার এবং মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার।লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফ ২৪ আগস্ট ২০২৩ইং বৃহস্পতিবার সকাল ৭.২০মিনিটের সময় ওনার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
বীরমুক্তিযোদ্ধা মরহুম আলী আশরাফ এর জানাজায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ শহীদ আহমেদ বাবুল,সাধারন সম্পাদক মোঃ জাবেদুর রহমান রুবেল,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ শাহআলম সহ লালমাই উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ,স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার মাণ্যগন্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply