দৈনিক লালমাই আন্তর্জাতিক ডেস্কঃ
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট বলছে, ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় গতকাল শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন।
সম্প্রতি কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তিউনিসিয়া ও লিবিয়া পার হয়ে ইউরোপে অভিবাসীদের যাতায়াত বাড়ছে।
রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশির ভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী দেশটিতে পৌঁছেছেন। গত বছর একই সময়ে ৬ হাজার ৭০০ অভিবাসী ইতালিতে পৌঁছান।
Leave a Reply