ভূশ্চি বাজার দারুল উলুম মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসন
লালমাই উপজেলার ভুশ্চি বাজারে টিএন্ডটি অফিসের পূর্ব পার্শ্বে আরিফ টাওয়ারে অবস্থিত লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুশ্চি বাজার দারুল উলুম মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ, হাফেজা ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় মাদ্রাসার হলরুমে শিক্ষক, ছাত্রী, অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুস সোবহান এর সঞ্চালনায় সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ক্বওমী মাদরাসা সংগঠনের সভাপতি মাওলানা নজির আহমেদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমির হামজা,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাদির সালমান,উপজেলা ক্বওমী মাদরাসা সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা মোফাজ্জল হক,ভুলইন দঃ ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, হাতখোলা ক্বারিয়ানা মাদরাসার মোহতামিম মাওলানা কাউসার আহমেদ,মুফতি মিজানুর রহমান,মাওলানা নাজমুল হাসান, মাওলানা ইসহাক মাহমুদ।
মাদ্রসায় এবছরে কৃতিত্বের সহিত ভালো ফলাফল করায় ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং ৬জন ছাত্রী হিফয সম্পূর্ণ করে হাফেজা হওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে হাফেজা এবং তাদের রত্নাগর্বা মা দেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply