গোলাম মাহবুব ছোবহানী রুবেল ২০০০ সালের শেষের দিকে বিনয় থিয়েটারের সাথে যুক্ত হন। এরপর তিনি ২০১৬ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠা করেন, লাকসাম নাট্যজংশন থিয়েটার। সংগঠনটির দল প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি ৮ বছর ধরে লিড রোলে অভিনয় করছেন।
[caption id="attachment_2675" align="aligncenter" width="300"] অশোকান্দ নাটকে ঢাকা শিল্পকলা একাডেমীর পরিক্ষন হলে[/caption]
ইতিমধ্যে তিনি ২০১৫ সালের নভেম্বরের ১১ তারিখে ঢাকা শিল্পকলায় ড. মুকিদ চৌধুরীর রচনা ও পারিচলনায় অশোকানন্দ নাটকের নাম ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। কুমিল্লা টাউন হলে ২০১৯ সালের ২৮ জুন করেন নাট্যজন শাহজাহান চৌধুরীর পরিচালনায় কাজী নজরুল ইসলাম রচিত শিউলী মালা। নাটকটিতে কুমিল্লার বাছাই করা প্রায় সকল দলের নাট্যকমীরা সুযোগ পান। লাকসাম থেকে সুযোগ পান তিনি।
[caption id="attachment_2671" align="aligncenter" width="300"] কুমিল্লা টাউন হলে শিউলি মালা নাটকে রুবেল (ডানে)[/caption]
সিলেটে অভিনয় করেন ডাকাতিয়া নদীর ইতিকথা ও চম্পাবতী (১৪ এপ্রিল ২০১৭ পাবলিক হল লাকসাম), নাটক দুটি রচনা ও পরিচালনায় ছিলেন ড. মুকিদ চৌধুরী। তার নিজের পরিচালনায় এসএম সোলাইমানের নাটক সুনাই কইন্যার পালা লাকসামের পাশাপাশি তিনি ৩০ ডিসেম্বর ২০১৯ সালে চাঁদপুর বিজয় মেলাতে পরিবেশন করেন।
[caption id="attachment_2670" align="aligncenter" width="300"] চাঁপুরে সুনাই কইন্যার পালা শেষে স্বারক গ্রহণ করছেন[/caption]
এসএম সোলাইমানের বিখ্যাত নাটক খ্যাপা পাগলার প্যাচাল করেন গাজীপুরের টঙ্গি বিজয়মেলাতে, কুমিল্লা টাউন হলে, খুলনা বিশ্ববিদ্যালয় মঞ্চে এবং কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন মঞ্চে।
[caption id="attachment_2674" align="aligncenter" width="300"] সিরাজ উদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে[/caption]
সর্বশেষ ২০২৩ সালের ১৮ ডিসেম্বর তিনি লাকসাম পৌর অডিটরিয়ামে নবাব সিরাজ উদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে প্রসংশীত হন।
[caption id="attachment_2673" align="alignleft" width="300"] সর্বোচ্চবার তিনি খ্যাপা চরিত্রে অভিনয় করেন[/caption]
জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধির পাশাপাশি সোস্যাল মিডিয়ায় নিয়মিত লিখে ব্যপক পরিচিতি পাওয়া গোলাম মাহবুব ছোবহানী রুবেলের জন্ম ১৯৮৪ সালের ১৪ মার্চ বুধবার। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলাস্থ শ্রীপুর গ্রামে নানার জন্ম নেন। তার পিতা হারুন অর রশীদ ও মাতা কোহিনুর বেগমের ৪র্থ সন্তান তিনি। স্থানীয় এ.মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাইস্কুল) ও লাকসাম নবাব ফয়েজুন্নেছা সরকারী কলেজে তিনি লেখা পড়া করেন। বর্তমানে অভিনয়কে পেশা হিসেবে নিলেও তিনি একজন আইটি পেশায় দক্ষ কর্মী হিসাবে ঘরে বসে ফ্রিলান্সিং করছেন এবং বাংলাদেশ সকরারের বিভিন্ন আইসিটি প্রকল্পে প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন। কর্মগুনে সব কিছুকে ছাপিয়ে মঞ্চের মানুষ হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত। তার ধ্যান জ্ঞানে শুধু অভিনয়, অভিনয়ের মাধ্যমে সামাজিক অবক্ষয় দুর করতে নিরলস কাজ করতে চান তিনি।