1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
July 1, 2025, 11:41 pm
সর্বশেষ খবর
লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত লালমাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত লালমাইয়ে মাদক সেবনের অপরাধে ২ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদানকরেন ইউএনও হিমাদ্রী খীসা লালমাইয়ে জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ পেলেন ১ লক্ষ টাকা লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত লালমাইয়ে মোবাইলকোর্টে ৮ ব্যাক্তিকে ১৩৫০০ টাকা অর্থদন্ড করেন ইউএনও হিমাদ্রী খীসা কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের কমিটি গঠন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাই প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে আশা’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

  • Update Time : Wednesday, February 12, 2025
  • 62 Time View
  • মনোহরগঞ্জে আশা’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

(নিজস্ব প্রতিবেদক)
ক্ষুদ্র‍ঋণ প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে আশা’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র‍ প্রদান (এমবিবিএস), ফিজিওথেরাপি সেবা, ব্লাড সুগার পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশা মনোহরগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মোঃ মুশফিকুল আরেফিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আশা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে আশা’র স্বাস্থ্যসেবা ইতিমধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছে। বিদ্যালয় থেকে ঝরেপরা শিশুদের শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী কাজ করে যাচ্ছে। এছাড়াও ক্ষুদ্র‍ ঋণের প্রকল্পের আওতায় দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা লাকসাম (কুমিল্লা) জেলা ম্যানোজার বিনয় কৃষ্ণ রায়, মনোহরগঞ্জ আঞ্চলিক ম্যানেজার ফজলুল হক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট মোঃ আতিকুর রহমান, মেডিকেল এসিস্ট্যান্ট ফয়সাল আহমেদ, সিনিয়র স্ট্যাটিক প্যারামেডিক মোছাঃ রুমা আফরোজ, ল্যাব টেকনোলজিস্ট সুশান্ত চাকমা,কাউন্সিলর বৈশাখে বিশ্বাস।
সঞ্চালনা করেন রিসেপশনিস্ট কাম- কম্পিউটার অপারেটর শাহাব উদ্দিন।
আশা প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরী হবিগঞ্জ জেলার চুনারুঘাট নরপতি গ্রামে ১৯৪৯ সালের ১ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ বৃহত্তম ক্ষুদ্র‍ঋণ প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্র‍ীড়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের আত্ম সামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা,স্যানিটেশন খাতে নিরলসভাবে কাজ করে গেছেন।২০২১ সালের ১২ ফেব্রুয়ারী জনহিতকর বরেণ্য সমাজসেবক মৃত্যু বরণ করেন।
আশা’র প্রতিষ্ঠাতা মরহুম মোঃ সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জ দিশাবন্ধ বাইতুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনজুরুল করিম।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501