মনোহরপুর তালিমুল কোরআন মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসন
লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মনোহরপুর তালিমুল কোরআন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান ২০ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গনে মাদরাসার উপদেষ্টা আলহাজ্ব মোঃ আবদুল মমিন এর সভাপতিত্বে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
মাদরাসার পুরস্কার বিতরণ, ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে সঞ্চালনা এবং স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)নেতা মাওলানা মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাশার।
এসময়ে আরো উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রানীর বাজার ইসলামীয়া সিনিয়র মাদরাসার মোহতামিম মোঃ আলী হোসেন,বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম,বিশিষ্ট সমাজসেবক ডাঃমিজানুর রহমান, মোঃওবায়েদুল হান্নান, মোঃ আকতার হোসেন।
এবছরে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সহিত ভালো ফলাফল করায় মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।