ডাঃ মুহম্মদ শামীম ইকবাল, লালমাই তথা বৃহত্তর লাকসামে যার পরিচিতি ""মানবতার ডক্টর"" হিসেবে। তিনি বর্তমানে কুমিল্লা ডায়াবেটিক হসপিটালে কর্মরত। তিনি মানুষের সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। এই মরনব্যাধী করোনায় নিজের জীবনের চিন্তা না করে, পরিবারের মায়া ছেড়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে। বৃহত্তর লাকসামের ডায়াবেটিস রোগীদের চিকিৎসার সুবিধার্থে লাকসামে "আগমন ডায়াবেটিক কেয়ার সেন্টার " নামে একটি প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । শীগ্রই এর সুফল পাবে লালমাই- লাকসাম বাসী।
তিনি চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। নিজ গ্রামে প্রতিষ্ঠিত
ঐতিহ্যবাহী " গজারিয়া ছালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্স " পরিচালনা কমিটির সন্মানিত সদস্য ,
" কুমিল্লা ফাউন্ডেশন "এর প্রতিষ্ঠাতা উদ্দোক্তা,
ঢাকাস্থ কুমিল্লা দঃ গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশন এর সন্মানিত সহ-সাধারন সম্পাদক, আজীবন সদস্য -বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন।
তিনি সামাজিক কর্মকান্ডে উপস্থিত থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পছন্দ করেন। রাজনীতি করার সে রকম কোন ইচ্ছে তার নেই । তবে তিনি বলেছেন, সত্যিকারের মানব সেবা করতে যদি রাজনীতিও করার প্রয়োজন হয় তাহলেও তিনি প্রস্তুত ।