ডেস্ক রিপোর্ট : শুক্রবার ২০ শে আগষ্ট বুড়িচং উপজেলার জিরুইন গ্রামে মৃত ইঞ্জি: নাজমুল হোসেন এর নিজ বাড়ীতে আল-মিনা ডেভেলপারস চেয়ারম্যান ও লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুুমদার ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা পরিবারের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি: আবুল কাশেম, ভূমির মালিক সামছুল হুদা,পরিচালক মো: সফিকুর রহমান ও পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই আল-মিনা ডেভেলপারস এর লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় “আল-মিনা এস কে হুদা টাওয়ার” এর নির্মাণাধীন প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যান।
Leave a Reply