লালমাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ শে ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বেই একুশের প্রথম প্রহরে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদ দের স্মরণে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত)বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,শিক্ষক,ছাত্রছাত্রী,ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরবর্তীতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ভাষা আন্দোলন বিষয়ক কবিতা আবৃত্তি,নান্দনিক হাতের লেখা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,দেশাত্ববোধকগান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।