জি.এম.এস রুবেল: লাকসামে পাইকারি দামের চেয়ে কমে পণ্য বিক্রি করার কার্যক্রমের উদ্বোধন করে চমক সৃষ্টি করেছেন খুন্তা ফাউন্ডেশন!
২৬ ফেব্রুয়ারী (বুধবার) সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে “যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি” কার্যক্রমটির উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা পশ্চিম পাড়া মাদ্রাসা মাঠে সমাজের নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের জন্য রমজানের নিত্যপণ্য বিক্রির আয়োজন করেছে ওই ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনের সদস্য মোহাম্মদ শাহ নুর রনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচী “যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি” কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন- খুন্তা ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী ওমর ফারুক, উপদেষ্টা নাজমুল হক মিঠু, হাজী শাহজাহান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, কার্যকরি সদস্য মো. মাহবুব আলম, জুয়েল হোসেন, রাকিব হাসান, শরীফুল ইসলাম, ইঞ্জি. রাজু আহমেদ। সংগঠনটির সভাপতি প্রবাসী ওমর ফারুক প্রতিবেদকে জানান, আমরা পন্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেলে আমাদের গ্রামের নিম্নবিত্তের প্রয়োজনে “যে দামে কেনা সে দামে বেচা কর্মসূচী পালন করে ব্যপক সাড়া পাই। তারই ধারাবাহিকতায় এবার রমজানকে সামনে রেখে পাইকারি দামে কিনে সাথে নিজেরা ভর্তুকি দিয়ে অনেক কম দামে বিক্রি করার উদ্যোগটি হাতে নিলাম। মানুষ এতে একটু স্বস্তি পাওয়াই তাদের লক্ষ্য বলে জানান ফারুক। এভাবে নিয়মিত মানুষের পাশে অতিতে ছিলেন এবং ভবিষ্যতেও সামর্থ্য মতো মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কম দামে বিক্রি নিত্যপণ্যের মধ্যে রয়েছে- এক কেজি সয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি ছোলা, এক কেজি খেশারির ডাল, এক কেজি মুড়ি ও এক কেজি চিনি। পাইকারী দামের চেয়ে ৬০ টাকা কমে ৭০০ টাকা কেনা পণ্য ৬৪০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং পণ্যের সঙ্গে রমজানে তৃষ্ণা মেটাতে এক প্যাকেট ট্যাংক ফ্রি দিচ্ছেন আয়োজকরা।
সকালে ওই কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন- পবিত্র মাহে রমজান উপলক্ষে “যে দামে কেনা তার চেয়ে কম দামে বিক্রি” কার্যক্রম সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিগণ প্রতিটি এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করলে সমাজের নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের আর্থিক ব্যয় অনেকটা কমে আসবে।
প্রতিটি এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করে নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে ইউএনও খুন্তা ফাউন্ডেশনের ব্যতিক্রম ওই উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের মানবিক ব্যক্তিদেরকে ধন্যবাদ জানান।
Leave a Reply