লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
‘আগামীর প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’এ প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দঃ কুমিল্লার সহযোগিতায়,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া এবং র্যালি ও আলোচনা সভা ১৩ অক্টোবর ২০২৪ ইং (শনিবার ) সকাল ১০টায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানের পূর্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা সহকারি কমিশনার ভূমি মোসাঃ মারজান আকতার।
এছাড়াও র্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার পরে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া নেতৃত্ব দেন ষ্টেশন অফিসার কুমিল্লা মীর মোহাম্মদ মারুফ ও ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার মোঃ নাঈম মজুমদার।
Leave a Reply