লালমাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৯ডিসেম্বর (সোমবার) ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,স্কুল কলেজের শিক্ষক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরে উপজেলার ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply