লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
“অধিকার, সমতা, ক্ষমতায়ণ নারী ও কন্যার উন্নয়ন ” এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও অদ্যম নারী সম্মাননা প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় লালমাই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদ্যম নারী সম্মাননা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও অদ্যম নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাহিদুর রহমান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল হাশেম, উপজেলা তথ্য আপা অফিসার রাবেয়া পারভীন প্রমুখ।
নারীর অধিকার বাস্তবায়নের নারীদের নিয়ে কাজ করায় সফল নারী উদ্যোক্তা শারমিন আক্তারকে “অদ্যম নারী সম্মাননা-২০২৫” ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন লালমাই উপজেলার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকগন,নারী নেতৃবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।
Leave a Reply