লালমাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার বাগমারা বাজারে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১মে (বৃহস্পতিবার) সকাল ৯টায় লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল নেতাকর্মী এবং শ্রমিকদের অংশগ্রহণে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।র্যালির পূর্বেই সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার কামাল,লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসেন।
সমাবেশ পরবর্তীতে র্যালি অনুষ্ঠিত হয়,র্যালিটি বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বালুর মাঠ থেকে শুরু হয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার পদক্ষিন করে বাগমারা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার সভাপতি খাইরুল ইসলাম, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হোসাইন, লালমাই উপজেলা যুব বিভাগের সভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারী সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন লালমাই উপজেলার সেক্রেটারী হেলাল উদ্দিন সুমন শিকদার, বাগমারা দঃ ইউনিয়নের আমীর মাওলানা নঈম সিদ্দিকী,পেরুল উত্তর ইউনিয়ন আমীর কবি ফারুক আহম্মেদ সহ অনেকে।