লালমাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে গরীব -অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
(লালমাই প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার এর উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী) বিকেল ৪ টায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের গোলাচোঁস্থ ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ডাঃ এম রবিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আবদুন নূর।
এসময় উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল কাদের রুবেল, সেক্রেটারী আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, সমাজ উন্নয়ন ও ইসলামের জ্ঞানের আলো ছড়িয়ে সুশিক্ষিত ও উন্নত জাতি গঠনের লক্ষ্য ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার সবসময় কাজ করে যাচ্ছে। পাঠাগারের পক্ষ থেকে স্থানীয় শীতার্ত নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
Leave a Reply