লালমাইয়ে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট…
২১ জুলাই রাতে লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৭ বছর ধরে জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে সেরা রাঁধুনি প্রতিযোগিতা ঈদের দিন আয়োজন করে থাকেন। এই প্রতিযোগিতায় অতিথি আপ্যায়ন করে গোপন ব্যালেট এর মাধ্যমে ভোট দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ করা হয়ে থাকে এবং অংশগ্রহণকারী মেহমানগণ থেকে সেরা ভোটার নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।
করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি ধারাবাহিক ধরে রাখতে মেহমান সীমিত করে এ আয়োজন করা হয়। এতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন মোসা: অজিফা বেগম, ১ম রানার্স আপ মোসা: শবনম আরা বেগম ও ২য় রানার্স আপ মায়ন বেগম এবং সেরা ভোটার নির্বাচিত হন মো: নোমান মজুুমদার। এতে পরিচালনায় ভুমিকা দায়িত্ব পালন করেন জামিরা মহিলা দাখিল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মো: আবদুল খালেক মজুুমদার। উক্ত অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার, মজুুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুল হক মজুমদার ও ছাত্রনেতা এনামুল হক মজুমদার সহ এলাকার বিশিষ্ট মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply