লালমাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
(মোহাম্মদ আনোয়ার হোসেন)
১৭ই এপ্রিল রবিবার বেলা ১১ টায় লালমাই উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসে সরকার গঠন ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী,যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, মৎস্য অফিসার মহিউদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু বক্কর সিদ্দিক, পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা – ২ বাগমারা শাখার ডিজিএম মোঃ খোরশেদ আলম,সোনালী ব্যাংক ম্যানাজার ছোটন চন্দ্র দাস ,লালমাই প্রেস ক্লাবের সভাপতি চলন পত্রিকা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন জয়,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আহসান, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভুইঁয়া,লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ,উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অমরকৃষ্ণ বণিক, ভাবকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,বরল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, প্রেমনল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, কলমিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রমুখ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সঞ্চলনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর রচনা প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মোঃ মেহেদী হাসান মানিক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও বর্তমান সরকারের মঙ্গল কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয়,উপজেলা পরিষদের চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী অফিসার, লালমাই থানার অফিসার ইনচার্জ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply