লালমাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
(লালমাই প্রতিনিধি)
১৭ই এপ্রিল বুধবার বেলা ১১ টায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে লালমাই উপজেলার সম্মেলন কক্ষে ঐতিহাসিক ১৭ই এপ্রিল মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আনোয়ার উল্লাহ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি,উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি নাজমুন নাহার , উপজেলা কৃষি অফিসার অলি হালদার ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ,উপজেলা পরিবার - পরিকল্পনা অফিসার রঞ্জিত সেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের প্রতিনিধি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার ডিজিএম মো: হানিফ,উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মোতালেব হোসেন,মো: আবুল কালাম আজাদ,উপজেলা আইসিটি আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মো: সাইফুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য সহকারী অফিসার মো: মমিন আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান ,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লোকমান হোসেন ,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ফারুকুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম রাব্বি,প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য মো: আহসান উল্লাহ রাজু, উপজেলা সিএ মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালানা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সমন্নয়ক মো: মোস্তফা কামাল।