লালমাইয়ে গর্ভবতী-দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর যত্নে প্রশিক্ষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
যত্নে রাখি শিশু ও মা,গড়ি আগামীর সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে নিয়ে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আমন্ত্রণে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-০১ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।
১১ডিসেম্বর (বুধবার)১০টায় লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা রিসোর্স পুল,উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত,স্বাস্থ্য সহকারী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক,পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি মেডিকেল অফিসার এর অংশগ্রহনে শুভ উদ্বোধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,রিসোর্স পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাসির আহমেদ,রেজিষ্ট্রেশন অফিসার উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহম্মাদুল্লাহ,প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদেক,উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা মৎস অফিসার হাবিবুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সারওয়ার হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসেম সহ উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
Leave a Reply