লালমাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্য কে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭মার্চ রবিবার বেলা ১১.৩০টায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বেই ১৭মার্চ’২৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা শিশু ও মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন। উপজেলা কৃষি অফিসার অলি হালদার, লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ, প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত)বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বেলঘর দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন ভূইঁয়া।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খাঁন,উপজেলা প্রকল্ল বাস্তবায়ন অফিসার মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল,বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন সহ ছাত্রছাত্রী,ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরবর্তীতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন,ছড়া পাঠ,কবিতা আবৃত্তি,সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply