লালমাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র দোয়া ও ইফতার মাহফিল
মোহাম্মদ আনোয়ার হোসন
গনহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আয়োজনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার সহযোগিতায় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল ২৮মার্চ (শুক্রবার) উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এনসিপির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন শিশির।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহবায়ক আবু রায়হান,সদস্য সচিব রাশেদুল ইসলাম, সদর দঃ এনসিপি'র সদস্য আবদুল মুমিন চেয়ারম্যান, কুমিল্লা জেলা এনসিপির সদস্য রাসেল সিদ্দিক, গনতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব শাকিল আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলার আহবায়ক মোঃ নোমান হোসেন, কুমিল্লা জেলার এনসিপি সদস্য কবির হোসাইন, ফজলে এলাহি রুবেল,সাবেক ছাত্রনেতা এনসিপি লালমাই প্রতিনিধি আবুল কাসেম রিপন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইমাম উদ্দিন।
দোয়া ও ইফতার মাহফিল পরবর্তীতে বাদ মাগরিব গনহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র লালমাই উপজেলা শাখার আয়োজনে উপজেলার বাগমারা বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বাগমারা বাজার পদক্ষিণ করেন।